খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৭ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়ে মোঃ একরামুল হোসেন (৩২) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সাতক্ষীরার শহরের বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান। এর আগে শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ভাড়–খালি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় তিনি ইজিবাইকে দুর্ঘটনার শিকার হন।
নিহত একরামুল হোসেন সদর উপজেলার ভাড়–খালি গ্রামের মোঃ আব্দুল বারীর ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষকের পাশাপাশি ভাড়–খালি মসজিদের ইমাম ছিলেন। আলীপুর গ্রামের শরিফ সরদার জানান, ইমাম একরামুল হোসেন শনিবার দুপুর ১টার দিকে একটি ইজিবাইকে ভাড়খালি গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার শহরের বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান। সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

্রিন্ট

আরও সংবদ