খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

মিরপুরের কেমিকেল গুদামে আগুন : ১২ দিন পর কিশোরীর অঙ্গার দেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গুদামে আগুন লাগার ১২ দিনের মাথায় মার্জিয়া সুলতানা (১৪) নামে আরেক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭। রোববার সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রূপনগর থানার এসআই মিজানুর রহমান বলেন, রূপনগরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় আরো এক মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছ, মরদেহটি একজন নারীর।
ঘটনার প্রথম দিন থেকে ১৭ জন নিহতের দাবি করে আসছিলেন আগুনে পোড়া কারখানাটির শ্রমিক ও তাদের স্বজনরা। ডিএনএ নমুনা মিলে গেলে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।
মার্জিয়া সুলতানার (১৪ লাশের দাবিদার হয়েছেন সুলতান মিয়া, যার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গোল্লা রাজাপুর গ্রামে। তার দাবি, এই লাশটি তার মেয়ে মার্জিয়ার। 
গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরে পোশাক কারখানা ও কেমিকেল গোডাউনে আগুন লাগে। সেদিনই ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

্রিন্ট

আরও সংবদ