খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

নগরীতে ওষুধের দোকানে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৭ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


নগরীর শিববাড়ী এলাকায় একটি ওষুধের দোকানে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আদালতের অভিযোগ দাখিল করেছেন বলে জানিয়েছেন। 
ভুক্তভোগী ব্যবসায়ী ইউসুফ আলী খান বলেন, শনিবার বিকেল ৩টার দিকে শিববাড়ি এলাকায় ফজিলা মেডিকেল হলে বেচাকেনা করছিলাম। এসময় একদল সন্ত্রাসী হঠাৎ করেই হামলা চালায়। প্রায় ২০/২৫ জনের একটি দুর্বৃত্ত চক্র এ হামলায় অংশ নেয়। হামলার সময় এলাকায় চরম বিশৃঙ্খলা ও ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় শাকিল নামে এক ব্যক্তির নেতৃত্বে আমাদেরকে উচ্ছেদের চেষ্টা চালায়। পরে লোকজনের বাধায় তারা হামলা বন্ধ করে।
ইউসুফ আলী খান আরও বলেন, আমরা ১৯৮৮ সাল থেকে জমি মালিক মেরি ইসলামের পিতা কেরামত আলী খানের নিকট হতে পজিশনপ্রাপ্ত হয়ে চুক্তি মোতাবেক মাসিক ভাড়া প্রদান করে আসছি। তাছাড়া মেরি ইসলামের পিতার মৃত্যুর পর মেরি ইসলাম ২০০৮ সালের ডিসেম্বর থেকে আমাদের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হন। নতুন চুক্তি মোতাবেক প্রতিমাসে তার ব্যাংক একাউন্টে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি।
এ বিষয়ে শাকিল বলেন, ইউসুফ আলী খান আ’লীগ নেতা জোর করে উক্ত দোকান জবর দখল করে রেখেছে। আমরা বারবার বলা স্বত্তে¡ও তারা দোকান ছাড়ছে না। তাদেরকে গতকাল দোকান ছাড়ার বিষয়ে বলতে গেছিলাম।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, ইতোমধ্যে আমরা বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।
এ বিষয়ে মেরী ইসলামের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সেটি রিসিভ করেননি।
৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা রনি, সহ-সভাপতি সুব্রত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর আবদুল জব্বার, আলমগীর হোসেন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ