খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

নগরীর ৫নং ওয়ার্ডে লিফলেট বিতরণকালে মাহফুজ

সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ ছাড়া অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র গঠন জাতীয় জীবনে এখন মুখ্য দাবি। অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদ হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। এই সনদ বাস্তবায়নে গড়িমসি না করে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার বিকেলে ৫নং ওয়ার্ডের তিন দোকানের মোড় থেকে গণসংযোগ শুরু করে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। 
ওয়ার্ড আমীর জাকির হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি ইবাদত হোসেনের পরিচালনায় বক্তব্য দেন দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা  রেজাউল কবির, আশরাফ হোসেন, হাসানুজ্জামান, নিজামুদ্দিন, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ, রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ