খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে ইমনের মৃত্যু নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


রূপসায় অকালে নিভে গেল ইমন শেখের (২২) জীবনপ্রদীপ। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে ইমানের মৃত্যু হয়েছে। এদিকে ইমনের এ মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা দরিদ্র ভ্যান চালক আব্দুল কুদ্দুস শেখের ছেলে ইমন শেখ। ইমন পেশায় একজন দিনমজুর। ইমনকে জোর করে মাছ কোম্পানীতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 
প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানী প্রায় দুই বছর বন্ধ হয়ে আছে। মাছ কোম্পানীর ভিতরে ঝোপ-ঝাড় পরিস্কার করার জন্য বাগমারা গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মাসুদকে পাঠানো হয় ইমনের বাড়িতে। কিন্তু ইমন প্রথমে যেতে রাজি হয়নি। একপর্যায়ে ইমনকে রাজি করে কোম্পানীতে ডেকে নিয়ে যাওয়া হয়। ইমনকে দিয়ে কোম্পানীর ভিতরের ঝোপ-ঝাড় পরিস্কার করার পর তাকে আমড়া গাছে আমড়া পাড়তে ওঠানো হয়। প্রধান সড়কের পার্র্শ্বে থাম্বা থেকে মাছ কোম্পানীর মেইন বৈদ্যুতিক লাইনের (৩৩ হাজার ভোল্ট) তার টেনে কোম্পানীতে নেওয়া হয়েছে। আমড়া পাড়ার একপর্যায়ে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে পূর্ব রূপসা বাজারে একটি ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গত রোববার ময়নাতদন্ত শেষে দুপুর লাশ বাগমারা গ্রামের বাড়িতে আনলে এলাকায় শোকের ছায়া নামে। ইমনকে একনজর দেখার জন্য তার স্বজনরা ও এলাকার মানুষ বাড়িতে এসে ভীড় জমায়। 
পারিবারিকভাবে অভিযোগ উঠেছে, মাছ কোম্পানীর ভিতরে আমড়া গাছের পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন টেনে নেওয়া হয়েছে। ইমনকে কেন আমড়া গাছে উঠানো হয়েছে এমন প্রশ্ন তুলেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।    
ইমন মৃত্যুকালে স্ত্রীসহ দেড় বছর বয়সী সন্তান মেহেদী হাসানকে রেখে চলে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রোববার বাদ আছর বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 
ইমনের ছোট আব্দুস ছালাম শেখ বলেন, ইমন মাছ কোম্পানীতে যেতে চাইনি। ইমনকে ডেকে নেওয়ার জন্য মাসুমকে বাড়ি পাঠানো হয়েছে। ইমনকে প্রেসার দিয়ে কোম্পানীতে নিয়ে যাওয়া হয়।   
ইমনের পিতা আব্দুল কুদ্দুস শেখ বলেন, প্রিয়াম সী ফুডস কোম্পানীর ভিতরে ঝোপ-ঝাড় কেটে ফেলার জন্য ইমনকে ডেকে নেওয়ার জন্য মাসুদকে বাড়ি পাঠানো হয়। ইমন যেতে চায়নি। কোম্পানীতে নিয়ে যাওয়ার জোর করা হয়। ইমন বাড়ি থেকে একটি দা নিয় মাসুদের সাথে কোম্পানীতে যায়। কোম্পানীর ভিতরে আমড়া পাড়ার জন্য গাছে উঠানো হয়। আমড়া পাড়ার সময় কারেন্টে ধরলে নিচে পড়ে মারা যায়। 
প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড’র পরিচালক আরাফাত হোসেন খাঁন জুয়েল এ প্রতিবেদককে বলেন, কোম্পানীর ভিতরে আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য ইমনকে গাছে উঠতে বলে। আমড়া পাড়তে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, আমড়া গাছের ভিতর দিয়ে পিডিবি’র বিদ্যুৎ লাইনের তার টেনে কোম্পানীতে নেওয়া হয়েছে।     
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি (এসআই) মোঃ আকরাম হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ইমন প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিমিটেড কোম্পানীর মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। 
উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগমারা-চর রূপসাস্থ প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির বাউন্ডারীর মধ্যে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

্রিন্ট

আরও সংবদ