খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

আমরা খুলনাবাসীর মানববন্ধনে বক্তারা

গল্লামারী মোহাম্মদ নগর মোড়ে ময়লার ডাস্টবিন দ্রুত না সরালে কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


গল্লামারী মোহাম্মদ নগর মোড়ের ময়লার ডাস্টবিন অপসারণসহ কেসিসি’র অন্তর গত সকল সড়কের পাশ্বের ময়লা দিনের বেলা নয় রাতে পরিবহনের দাবিতে রোববার সকাল ১১টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।
সংগঠন সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গল্লামারী মোহাম্মদ নগর এই মোড়ে ময়লার ডাস্টবিন রাখায় সড়কটি চিকন হওয়ায়, অন্যদিকে গল্লামারী ব্রীজের কাজ চালু না হওয়ায় সড়ক টিতে সব সময় জ্যাম থাকায় মানুষ কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, ঠিক ঐ সময় ওখানে রক্ষিত ডাস্টবিন হতে, পঁচা দুর্গন্ধে মানুষ অতিষ্ট। 
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, জিএম মহিউদ্দিন, এসএম সোহরাব হোসেন, মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলি, মোঃ কামরুল ইসলাম ভুট্রো, কাওসারী জাহান মঞ্জু, জিএম মঈন উদ্দিন, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, শেখ মোঃ আলমগীর হোসেন, মোঃ খায়রুল আলম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী তালুকদার হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মাসুদ হোসেন, মোঃ জাহিদ হোসেন, মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।।

্রিন্ট

আরও সংবদ