খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

আফিফের ঘূর্ণিতে আড়াই দিনেই জিতে গেল খুলনা

ক্রীড়া প্রতিবেদক |
০৪:১৯ পি.এম | ২৭ অক্টোবর ২০২৫


জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে পাত্তাই পায়নি বরিশাল। চার দিনের ম্যাচে মাত্র আড়াই দিনেই জিতে গেছে খুলনা। দুই ইনিংসে অফ স্পিনের জাদুতে ম্যাচ সেরা হয়েছেন আফিফ হোসেন ধ্রুব।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের তৃতীয় দিনে বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা। মাত্র ৩৮ রানের লক্ষ্য ছুঁতে ৩ উইকেট হারিয়েছে তারা।

ব্যাট হাতে একমাত্র ইনিংসে গোল্ডেন ডাক মারলেও, বোলিংয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন আফিফ। পরে দ্বিতীয় ইনিংসে তার শিকার আরও ২ উইকেট। সব মিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা।

আগের দিনই জয়ের পথ গুছিয়ে ফেলে খুলনা। প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নিয়ে বরিশালকে ফলো-অন করিয়ে রোববার তারা ১১৯ রানে তুলে নেয় ৪ উইকেট। পরে তৃতীয় দিন ১০৫ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে বরিশাল।

ম্যাচের প্রথম ইনিংসে ৩১৩ রানের পুঁজি পায় খুলনা। এক পর্যায়ে ১৯৩ রানে ৭ উইকেট হারানো দলকে তিনশ পার করান জিয়াউর রহমান ও শেখ পারভেজ রহমান জীবন।

৫ চার ও ৪ ছক্কায় ৯১ বলে ৬৯ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক জিয়া। আর ৫টি করে চার-ছক্কা মেরে ৯৮ বলে দলের সর্বোচ্চ ৭৩ রান করেন ৯ নম্বরে নামা জীবন।

পরে বরিশালকে ১২৬ রানে গুটিয়ে দেয় খুলনা। মাত্র ৩১ রানে ৬ উইকেট নেন আফিফ। বিশাল লিড পাওয়ায় প্রতিপক্ষকে ফলো-অন করায় তারা।

দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া ইফতেখার হোসেন ইফতির ব্যাট থেকে আসে ৪০ রান। সব মিলিয়ে ২২৪ রানে গুটিয়ে যায় তারা।

মাত্র ৩৮ রানের লক্ষ্য ছুঁতেও ড্রেসিং রুমে ফিরে যান এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও ইমরানুজ্জামান। অমিত মজুমদার ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

্রিন্ট

আরও সংবদ