খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


নগরীর ৫নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর খুলনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গতকাল গণসংযোগ ও পথসভা করেন। চিত্রালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমার দল আমাকে শিক্ষা দিয়েছে জণগণের শাসক নয় খাদেম হওয়ার আমি আপনাদের শাসক নয়, খাদেম হতে চাই। আমার রাজনীতি ক্ষমতার নয়, দায়িত্বের প্রতিশ্র“তি। আমরা এসেছি সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। জনগণের প্রতিটি হাসি আর কষ্টের সাথে আমার দায়বদ্ধতা জড়িয়ে আছে, তাদের আশার প্রতিচ্ছবি গড়াই আমার অঙ্গীকার। এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা শাখার সেক্রেটারি বাদশা খান, হাদিসুর রহমান, মোঃ শাহরিয়ার তাজসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ