খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

নগরীর বি কে স্কুলে পলিথিন বর্জনে শপথ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


ক্ষতিকারক রাসায়নিক বর্জ, পরিবেশ দূষণকারী পলিথিন ব্যবহার বর্জন করে নগরীর বিকে ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ খুলনা এর আয়োজক। এ সংগঠনের এটি দ্বিতীয় কর্মসূচী। সংগঠনের পক্ষ থেকে পলিথিন বর্জনে জনমত সৃষ্টির লক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে।
স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আবু হারুনার রশিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের নবাগত সদস্য ওমর ফারুক। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণতান্ত্রিক অধিকারের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, মোঃ জামাল মোড়ল, নুর হোসেন জনি, শিক্ষক মোঃ জামালুদ্দিন মিরদাহ, স্বপ্না রায়, ফারজানা পারভীন, চন্দনা রানী দাস, মাধবী চক্রবর্তী, বিশ্বনাথ মন্ডল, গৌতম রায়, তানভীর হোসেন, স্মৃতিকনা মন্ডল, আবুল কালাম, মোঃ জাকারিয়া শেখ, মোঃ আসাবুর রহমান শেখ, তন্ময় বাগচী ও গায়ত্রি মন্ডল উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ