খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

চিতলমারীর বাড়িতে শোকের মাতম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তার দাফন সম্পন্ন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২২ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেসিক ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়া টিপুর (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাঁকে বড়বাড়িয়া মধ্যপাড়া কবর স্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
নিহত মিরাজ মিয়া টিপু বড়বাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মিয়ার চতুর্থ ছেলে। তিনি নরসিংদী বেসিক ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার ভোররাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল নরসিংদীতে যাওয়ার পথে সকাল ৫টা ৫০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া-নিমতলা নামকস্থলে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের বাড়ি বড়বাড়িয়া পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। নিহতের মরদেহ একনজর দেখতে এলাকার শত-শত নারী পুরুষ ছুটে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। 

্রিন্ট

আরও সংবদ