খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

বৃটেনে ভারতীয় বংশোদ্ভূত যুবতী ধর্ষিত

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


বর্ণগত কারণে উত্তর ইংল্যান্ডের ওয়ালসাল অঞ্চলে ২০ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত যুবতীকে ধর্ষণ করা হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক শ্বেতাঙ্গ পুরুষকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। দ্রুত তার খোঁজে জনগণের সহায়তা কামনা করছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল, বার্তা সংস্থা পিটিআই। 
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পার্ক হল এলাকায় রাস্তার পাশে এক যুবতী অসুস্থ অবস্থায় আছেন। এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এবং একে একটি ‘বর্ণগতভাবে কারণে আক্রমণ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। ডিটেকটিভ সুপারিন্টেনডেন্ট (ডিএস) রোনান টাইরার বলেন, এটি এক  যুবতীর ওপর এক চরম নৃশংস আক্রমণ। আমরা সবরকম চেষ্টা করছি অপরাধীকে গ্রেফতার করতে। আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছি। তবে যারা ওই সময় সন্দেহজনকভাবে কাউকে দেখেছেন বা ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজ ধারণ করেছেন, তাদের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ। তার বয়স ৩০-এর আশপাশে। মাথায় ছোট চুল। পোশাক কালো। স্থানীয় কমিউনিটি সূত্রে জানা যায়, ভিকটিম একজন পাঞ্জাবি যুবতী। ঘটনা ঘটেছে ওল্ডবারি’তে সা¤প্রতিক বর্ণগতভাবে ধর্ষণের পর কয়েক সপ্তাহের মধ্যে। সেখানে একজন বৃটিশ শিখ নারী এর আগে আক্রান্ত হন। পুলিশ এ পর্যন্ত অন্য ঘটনার সঙ্গে এই আক্রমণকে যুক্ত করছে না। 
তবে পাবলিক প্রটেকশন ইউনিট, স্থানীয় পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ, সাক্ষী সাক্ষাৎ এবং সন্দেহভাজন শনাক্তকরণে কাজ করছে। ওয়ালসাল পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিল ডলবি বলেন, ওয়ালসাল একটি বৈচিত্র্যময় এলাকা। আমরা জানি এই নৃশংস আক্রমণ আমাদের স¤প্রদায়ের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করবে। আমরা স¤প্রদায়ের সঙ্গে কথা বলছি তাদের উদ্বেগ বুঝতে এবং আগামী দিনগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।

্রিন্ট

আরও সংবদ