খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২

প্রফেসর ও সহযোগী অধ্যাপকদের সাথে মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার আহবান উপাচার্যের

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০টায় প্রফেসর এবং বিকাল সাড়ে ৩টায় সহযোগী অধ্যাপকদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়। শিক্ষকবৃন্দ নিয়মিত মতবিনিময় আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
বিশেষ করে গবেষণা প্রবন্ধ কিউ-ওয়ান ও কিউ-টু জার্নালে প্রকাশের ক্ষেত্রে শিক্ষকদের প্রণোদনা দেয়া, শিক্ষকদের জন্য স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স এর এক্সেস দেওয়া, সকল শিক্ষকের জন্য টার্নিটিন এক্সেস এ্যাভেইলেবল করা, ওপেন ক্যাম্পাস সায়েন্টিফিক এক্সিবিশন, ন্যানো টেকনোলজি হাব প্রতিষ্ঠা, আরআইসির মাধ্যমে একই সঙ্গে দু’টি প্রজেক্টে বরাদ্দ দেওয়া, দক্ষ জনবলের মাধ্যমে ল্যাব পরিচালনা এবং সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে ডিসিপ্লিনের উন্নয়ন ফান্ড পরিচালনাসহ নানা দিক তুলে ধরা হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, প্রতিক‚ল পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণের পরেও শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতার লক্ষে গত এক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় বরাদ্দ, আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্স শিক্ষার্থীদের পাবলিকেশনের জন্য প্রণোদনা, টিচিং এ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আরআইসির মাধ্যমে কোলাবরেশন রিসার্চে গুরুত্ব দেওয়া, হিট প্রকল্পে সর্বোচ্চ সংখ্যক প্রকল্প প্রস্তাবনা জমাদান, স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি এবং ১০টি ডিসিপ্লিনের এ্যাক্রেডিটেশন অর্জনে ইন্টেন্ট টু এ্যাপ্লাই উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, একাডেমিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ সচল রাখা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উপাচার্য শিক্ষকদের উত্থাপিত বিভিন্ন যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার আহŸান জানান। 
সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত উন্নয়নের পথে সকল শিক্ষকের পরামর্শ চাই। কারণ, সবাই প্রশাসনের অংশ। যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করলে বিশ্ববিদ্যালয়কে সঠিক দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আইন ও অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয়। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি। স¤প্রতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সূচনা বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান। প্রফেসরদের মধ্য থেকে বক্তৃতা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, প্রফেসর ড. মাসুদুর রহমান, শিক্ষা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মহিউদ্দিন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল, প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন মিনা, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. নুরুন নাহার মনি, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ আনিসুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মনিশংকর মন্ডল।
সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ তানভীর হোসেন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ড. কাজী হুমায়ুন কবীর, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মোঃ এনামুল হক, ড. মোঃ মোর্ত্তজা আহমেদ, পরিসংখ্যান ডিসিপ্লিনের ড. মোঃ মিনহাজুল আবেদিন, আইন ডিসিপ্লিনের পুণম চক্রবর্তী, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। পৃথক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসর ও সহযোগী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ