খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২

নগরীর ১নং ওয়ার্ডে লিফলেট বিতরণ

জামায়াতের প্রার্থী বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে : মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, করার এই ৫ দফা বাস্তবায়িত হলে জুলাই চেতনা বাস্তবায়িত হওয়ার পথ তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে গণমানুষের ৫ দফা মেনে নিয়ে ফেব্র“য়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন করতে তিনি আহক্ষান জানান। সোমবার সকালে নগরীর ১নং ওয়ার্ডের মানিকতলা, খ্রীষ্টানপাড়া ও রানার মাঠ এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।  
এসময়ে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ১নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, হাসানুজ্জামান, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে দোকানপাট, বাসাবাড়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

্রিন্ট

আরও সংবদ