খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর

খবর প্রতিবেদন |
১১:০৭ পি.এম | ২৮ অক্টোবর ২০২৫


ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে গাজায় চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার  আশঙ্কা তৈরি হয়েছে।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত, ইসরায়েলের কাছে গতকাল সোমবার এক ইসরায়েলি জিম্মির মরদেহের অবশিষ্ট অংশ হস্তান্তর করে হামাস। ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে ওই জিম্মির মরদেহের একটি অংশ উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে গাজায় এখনো নিখোঁজ থাকা বাকি ১৩ জন বন্দীর মৃতদেহ হস্তান্তর না করে অফির তাজাফাতি নামে ওই জিম্মির দেহাংশ ফেরত দেওয়ায় ক্ষুব্ধ হন নেতানিয়াহু। তার দাবি, হামাস এরমাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রধানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন তিনি এবং বৈঠক শেষে গাজায় হামলার নির্দেশ দেন।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

্রিন্ট

আরও সংবদ