খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

বটিয়াঘাটায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনে মাঠ দিবস

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ২৯ অক্টোবর ২০২৫


নবলোক পরিষদের উদ্যোগে বটিয়াঘাটায় প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ, ইফাদ ও ডেনমার্ক দুতাবাসের সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় গত সোমবার বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ শৈলমারী গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
স্থানীয় মৎস্য চাষে সফল উদ্দ্যেক্তা বাবলু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর তরুণ কুমার মুস্তফী, সফল উদ্দ্যেক্তা সুতানু গাইন, ভবেষ মন্ডল, চিংড়ি খাদ্য উৎপাদনকারী কোম্পানীর প্রতিনিধি মানিক বাড়ৈ মাঠ দিবসে কৃষক, মৎস্য চাষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। মাঠ দিবসের সার্বিক সহযোগিতার করেন সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ টোকন রেজা।

্রিন্ট

আরও সংবদ