খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

কয়রায় ‘পল্টন ট্রাজেডি দিবস’র আলোচনা

২৮ অক্টোবরের শহিদদের রক্তের বিনিময়ে এদেশে ইসলাম কায়েম হবে : কালাম

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২৯ অক্টোবর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের ২৮ অক্টোবর এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত । ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগ ও তাদের ১৪-দলীয় জোটের লগি-বৈঠা ধারী সন্ত্রাসীদের নৃশংস হামলায় জামায়াত ও ছাত্রশিবিরের ৮জন নেতা-কর্মী শহিদ হয়েছিল। সেদিন সন্ত্রাসীরা আমাদের ভাইদের হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল, যেটা জাহিলিয়াতকে হার মেনেছে। ২৮ অক্টোবরের জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের  সকল শহিদদের রক্তের বিনিময়ে এদেশে ইসলাম কায়েম হবে।
মঙ্গলবার ঐতিহাসিক ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে কয়রা উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে শেখ সায়ফুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ওয়ালিউল্লাহ, অয়েজ কুরুনি, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সুজাউদ্দীন আহমেদ, মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মোল্যা শাহাবুদ্দীন শিহাব, আমীর গাজী মিজানুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাষ্টার জিএম নূর কামাল, হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা শাজ্জাদুল ইসলাম, মৌলভী আবু সাইদ, মাষ্টার সাইফুল্লাহ হায়দার ও মাজহারুল ইসলাম প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ