খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

সিঁধ কেটে চোর ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০২:০৬ পি.এম | ২৯ অক্টোবর ২০২৫


পটুয়াখালী জেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে পড়া চোরকে ধরে ফেলায় মোশারেফ খাঁন (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশারেফ খাঁন সেহকাঠী গ্রামের মো. হানিফ খাঁনের বড় ছেলে। তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে মোশারেফের সিঁধ কেটে চোর ঘরে ঢুকে তার মেয়ে মালা আক্তারের পা ধরে টান দেয় দুই অজ্ঞাত ব্যক্তি। টের পেয়ে মালা চিৎকার করলে ঘুম থেকে উঠে তাদের ধরে ফেলেন বাড়ির মালিক মোশারেফ। চিৎকারে স্থানীয়রা ছুটি আসার আগেই মোশারেফকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই দুইজন। মোশারেফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, রাতে দুইজন অপরিচিত লোক সিঁধ কেটে আমাগো ঘরে উঠে আমার মাইয়ার পা ধরে টান দেয়। আমার স্বামী তাদের ধরে ফেলায় তাকে মেরে ফেলেছে। তাদের উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু জানি না। আমরা এ ঘটনার বিচার চাই।

নিহতের মা মোর্শেদা বেগম বলেন, আমার অনেক আদরের বড় পোলা, আজকে তারে কোপাইয়া মাইরা ফালাইছে। বাড়িতে শুধু রক্ত আর রক্ত, আমি আর সহ্য করতে পারছি না!

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও সেখানে পুলিশ অবস্থান করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ