খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

ট্রাইব্যুনালে পুলিশের জবানবন্দি

আশুলিয়া থানার পাশে পড়ে ছিল ৭.৬২ লেখা গুলি

খবর প্রতিবেদন |
০২:৫৭ পি.এম | ২৯ অক্টোবর ২০২৫


জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এসআই মো. আশরাফুল হাসান।

আজ বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন বেলা সোয়া ১১টার পর সাক্ষীর ডায়াসে ওঠেন আশুলিয়া থানায় কর্মরত এসআই আশরাফুল। শপথ পড়ে জব্দতালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে আশরাফুল বলেন, চলতি বছরের ১৪ এপ্রিল দায়িত্বরত ছিলাম। ওই সময় বেতার বার্তার মাধ্যমে আশুলিয়া থানা ভবনের পশ্চিম পাশে মনির ও লতিফ মণ্ডলের পুরাতন টিনশেড বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে গুলি পড়ে রয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে একটি চার্জারসহ ছয়টি রাইফেলের গুলি উদ্ধার করি। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ৭.৬২ ও অন্যান্য লেখা ছিল। পরিত্যাক্ত অবস্থায় এসব গুলি জব্দতালিকা মূলে জব্দ করি। উপস্থিত তিনজন সাক্ষীসহ আমি নিজেও জব্দতালিকায় স্বাক্ষর করি।

তিনি বলেন, জব্দতালিকায় সাক্ষী হিসেবে কনস্টেবল মো. মামুনুর রশিদ স্বাক্ষর করেন। আলামতগুলো থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তার কাছে এসব আলামত পাঠাই।

সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এখন পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২০ জন।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। আজ সকালেও কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

্রিন্ট

আরও সংবদ