খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপি’র কমিটিতে আওয়ামী ও যুবলীগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ২৯ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলা সদরের তারালী চৌরাস্তা মোড়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। 
এ সময় বক্তব্য রাখেন তারালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম গাজী, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম গাজী, বিএনপি নেতা আব্দুল জলিল, রেজাউল ইসলাম গাজী, আব্দুল মজিদ, রাজু সরদার, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, আব্দুল­াহ আল মামুন, শাওন মুখার্জী প্রমুখ। 
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপি’র রাজনীতি করে আসছেন, দুঃসময়ে কারাভোগ করেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পদধারী ব্যক্তিদের নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে যা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। তারা আরও বলেন, বিএনপি ত্যাগ ও আদর্শের সংগঠন। দুঃসময়ে যেসব নেতা-কর্মী দলের জন্য সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজনকে জায়গা দেয়া হলে সংগঠনের ভীত দুর্বল হবে। এই কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন করে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে দাবি জানান। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ