খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, গুণগত শিক্ষার মূলভিত্তি হলো সঠিক মূল্যায়ন ব্যবস্থা। ওবিই পদ্ধতিতে পাঠদান ও পরীক্ষার প্রশ্নপত্রের সরাসরি সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য সিএলও এবং প্রশ্নপত্রের মধ্যে অ্যালাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া সুসংহত করা জরুরি। 
তিনি আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর নির্দেশনা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন ইতোমধ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করেছে। শিগগিরই এসব ডিসিপ্লিনের জন্য চ‚ড়ান্ত এ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে। এটি আমাদের শিক্ষার মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কোর্স ক্রেডিট ব্যবস্থা চালু থাকলেও সেখানে প্রশ্নপত্র পরিমার্জনের নিয়মিত ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া খুব কম দেখা যায়। কিন্তু আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে ওবিই ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই। শিক্ষার্থীদের অর্জিত শেখার ফল যাচাইয়ে নির্ভুল, স্পষ্ট এবং দক্ষতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষকসমাজকে সেই পদ্ধতিতে আরও সুসংহত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, কোশ্চেন প্রিপারেশন ও মডারেশন বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন মডারেশনের কাজ শুরু হবে, তার পূর্বমুহূর্তে এই প্রশিক্ষণ তরুণ শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। 
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রশিক্ষণের রিসোর্স পারসন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এবিএম রহমতুল­াহ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস নএম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। 
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন ওবিই ফরম্যাট বেজড কোশ্চেন প্রিপারেশন এবং ওবিই গাইডলাইনস ফর কোশ্চেন মডারেশন বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ