খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

রাজশাহীর হত্যা মামলার আসামি সাতক্ষীরায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৪ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পলাতক আসামি মোঃ রফিক শেখ (৪৮) রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল­াহ শেখের ছেলে। 
র‌্যাব সূত্র জানায় রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামি  সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখকে গ্রেফতার করে। 
সূত্র আরো জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ২০২৫ সালের ২১ অক্টোবর বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে গ্রেফতার আসামিসহ অন্যান্য আসামিরা রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের জনৈক মোস্তফা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

্রিন্ট

আরও সংবদ