খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৭ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


যশোরের ঝিকরগাছায় পারিবারিক বিরোধের জেরে মহিউদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামের মৃত বজলুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মনতাজের ছেলে তবিবরের বিয়ে হয় তিন বছর আগে, পরে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে তবিবর কয়েকজন সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে তার নাতনীকে জোর করে তুলে নিতে চাইলে বাধা দেন পরিবারের সদস্যরা। এ সময় তবিবর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তবিবরসহ দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। আহতদের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মহিউদ্দিন মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

্রিন্ট

আরও সংবদ