খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

স্টল নির্মাণ শেষ হওয়ার আগেই

সাতক্ষীরায় বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৭ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আগামী ৫ নভেম্বর হতে শুরু হতে যাওয়া বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব ২০২৫ স্থগিত করেছে সাতক্ষীরা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের মিডিয়াসেল এ এনডিসি এই তথ্য জানান। 
মেলা ও তারুণ্যের উৎসব স্থগিত হওয়ার কারণ হিসেবে বলা হয় সমসাময়িক রাজনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের মতামত নিয়ে মেলা স্থগিত করা হলো। পরবর্তীকালে সুবিধাজনক সময়ে মেলার আয়োজন করা হবে। 
এদিকে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে দেখা যায়, মেলার জন্য ইতিমধ্যে পঞ্চাশের অধিক স্টল নির্মাণ করা হয়েছে।  জেলা প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করে মেলা স্থগিত করায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টল বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। 
স্টল বরাদ্দ নেয়া কুমিল­ার ওলি আহমেদ,  চাঁদপুরের মোস্তফা, ঢাকার  ওসিকার ও মালেক, মাগুরার সুমন, টাঙ্গাইল জেলার মোঃ মশাররফ হোসেন  বলেন, মেলায় অংশগ্রহণের জন্য আমরা গত ৪ দিন ধরে সাতক্ষীরায় আছি। ইতিমধ্যে প্রয়োজনীয় স্টল বরাদ্দ নিয়েছি। হঠাৎ করে সন্ধ্যায় মেলা স্থগিত করায় আমরা মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হবো।
এ বিষয়ে নড়াইলের বহুল আলোচিত মেলা পরিচালনাকারী মানি সিকদার জানান সাতক্ষীরার মানুষের মত অনেক। সেই জন্য মেলা হচ্ছে না। স্টল বরাদ্দ নেওয়া ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকার কি হবে বললে তিনি এড়িয়ে যান। স্থগিত হওয়ার বিষয় এনডিসি মোঃ সাইফুল ইসলাম বলেন,  মেলা স্থগিত করা হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন  দপ্তরের মতামতের ভিত্তিতে । এ সিদ্ধান্ত জেলা প্রশাসকের একার নয়। আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মেলা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ