খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়নে সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


বাংলা কিউআর কোড-ভিত্তিক লেনদেনের প্রচারে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে পূবালী ব্যাংক পিএলসি. এর সহযোগিতায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ” শীর্ষক সেমিনার গতকাল বুধবার বেলা ১১টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথির বক্তৃতা করেন কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. বি এম ইকরামুল হক, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁঞা, বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এখলাসউদ্দিন, পূবালী ব্যাংক খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শফিকুল ইসলাম। 
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, খুলনার অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম-পরিচালক এনএএম সারওয়ারে আখতার। 
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেনের জন্য ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগটি ব্যাপক ভূমিকা রাখবে। তিনি কুয়েট শিক্ষার্থীদের এ উদ্যোগে সম্পৃক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।
সেমিনারে বক্তারা ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর কোড-ভিত্তিক লেনদেনের গুরুত্ব ও উপকারিতা, ডিজিটাল পেমেন্টে সিস্টেমের সুবিধা, নিরাপত্তা ও সহজপ্রাপ্যতার বিষয়গুলি কুয়েট শিক্ষার্থীদের অবহিত করেন। তাঁরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার স¤প্রসারণ এখন সময়ের দাবি। তাছাড়া ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিস্তারের মাধ্যমে দুর্নীতি, জাল নোট এবং আর্থিক অনিয়ম উলে­খযোগ্যভাবে হ্রাস পাবে বলেও বক্তারা মত প্রকাশ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ক্যাশলেস লেনদেনে সময় ও শ্রম বাঁচায় এবং এটি আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে। 
সেমিনারে পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম উক্ত ব্যাংকের ফ্রি ইন্টারনেট ব্যাংকিং, পস ও কিউআর কোড-ভিত্তিক লেনদেন, লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন ও অন্যান্য ডিজিটাল ক্যাশলেস লেনদেনের সুবিধাসমূহ তুলে ধরেন।
 

্রিন্ট

আরও সংবদ