খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ লড়াই, কারণ কি?

খবর প্রতিবেদন |
০১:৩৩ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সংবিধান সংশোধন ও গণভোট নিয়ে পোস্টের প্রতিযোগিতা দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দেশজুড়ে রাজনৈতিক পক্ষপাত ও মতের বৈপরীত্যকে আরও উস্কে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ প্রেরণ করে। সুপারিশে তারা জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা শুরু করেছেন। ফেসবুক পোস্টে তারা ‘না’ অবস্থান স্পষ্ট করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং সহসাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ‘না’ পোস্ট দিয়েছেন। এছাড়া ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়ে স্পষ্ট ‘না’ জানিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা এই পোস্টগুলো শেয়ার করছেন। এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজেও ‘হ্যাঁ’ পোস্ট লক্ষ্য করা গেছে। তবে তারা স্পষ্ট করেনি কোন বিষয়ে ‘হ্যাঁ’ বলা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে স্পষ্টভাবে জুলাই সংবিধানকে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনও জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিনে গণভোটের সুপারিশ করেছে। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, কমিশন দ্রুত সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শও রাখা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার জুলাই সংবিধান বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। কমিশন সংবিধানসংক্রান্ত ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রেখেছে।

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের সয়লাব, রাজনৈতিক দলের সুপারিশ এবং কমিশনের পদক্ষেপ  সব মিলিয়ে দেখা যাচ্ছে, গণভোটকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এখনই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

্রিন্ট

আরও সংবদ