খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮৭০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান

চিতলমারী প্রতিনিধি |
০২:২৬ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮৭০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার, গম, ডাল ও তেল বীজ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ উপজেলা কৃষি দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৭০ জন কৃষককে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, গম, ডাল ও তেল বীজ দেওয়া হয়েছে। তারমেধ্যে ৩৫০ জনকে জনপ্রতি এককেজি সরিষা বীজ, ২০০ জনকে জনপ্রতি আধাকেজি মুগডাল বীজ, ২৩০ জনকে জনপ্রতি এককেজি সূর্যমুখি বীজ, ৭০ জনকে জনপ্রতি ৮ কেজি খেসারী বীজ, ২০ জনকে জনপ্রতি ২০ কেজি গম বীজ এবং প্রত্যেক চাষিকে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

সার ও বীজ বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।

্রিন্ট

আরও সংবদ