খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

নড়াইলে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সদর থানায় চাঁদা দাবি সংক্রান্ত অভিযোগ দায়েরের পরদিন ২৯ অক্টোবর রাত ৮ টার দিকে ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ি ও তার পরিবারে আতঙ্ক বিরাজ করছে। 
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে ব্যবসায়ী আসাদুল খন্দকারের মোবাইলে ফোন করে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। এর ঘণ্টা খানেক পরে পুনরায় ফোন করে চাঁদা না দিলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরদিন ২৮ অক্টোবর আসাদুল খন্দকার নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।  এর একদিন পরে ২৯ অক্টোবর রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হুমকিদাতা পুনরায় ফোন করে আসাদুলকে বলে, “তুই বলেছিলি যা পারি করতে, দেখেছিস পারি কিনা”। ফোন নম্বর নিয়ে যা পারিস কর। এই ঘটনার পর সংশ্লিষ্ট বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হুমকি দাতার সঙ্গে আসাদুলের মোবাইল ফোন দিয়ে  কথা বলেন। তিনি নিজের পরিচয় দিয়ে জানতে চান,  কি বলেছেন (আসাদুল) ভাইকে । জবাবে অপরপ্রান্ত থেকে বলা হয়, কি বলেছি, সে বলেনি আপনাকে, তার কাছ থেকেই জেনে নিন। 
আসাদুল খন্দকার জানান আমার সন্তানদের তথ্য দিয়ে দুই দফা ফোনে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তাদের ৬ লাখ টাকা না দিলে বোমা হামলার হুমকি দেয়। থানায় অভিযোগ দিলেও কোন সহযোগিতা পাইনি। ফলে পরদিনই ওরা ককটেল মেরেছে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জামিল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

্রিন্ট

আরও সংবদ