খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সঞ্চালনায় ও সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম শরিফ খান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল বারী মোল্যা, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই লেলিন বিশ্বাস, বিজিবি প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও আব্দুল খালেক, পল­ী বিদ্যুতের এজিএম স্বপন মন্ডল, আনসার ভিডিপি’র বৈশাখি বিশ্বাস, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, ইমরান বাশার প্রমুখ। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। এসময় মাদক, চোরাচালান, বাল্যবিববাহ, ইফটিজিং প্রতিরোধে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। একই সাথে অবৈধ যানবহনে অতিরিক্ত লোডে মাটি বহনকরার ফলে গ্রামীন রাস্তার ক্ষতি কমাতে মোবাইল কোর্ট পরিচালনা ও সরকারি খালে নেটপাটা অপসারণের লক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সভায়।
 

্রিন্ট

আরও সংবদ