খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

শ্যামনগরের নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


নবাগত শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার বিকালে পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। উপজেলা নিবার্হী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির প্রমুখ। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা তাঁদের বক্তব্যে মাদক সমস্যা, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, ভেড়িবাঁধ ভাঙন, জলাবদ্ধতা, যানজট, নিরাপদ খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবার দুরবস্থা, শিক্ষা খাতের চ্যালেঞ্জ, বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শ্যামনগরকে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহক্ষান জানান। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। সবাই মিলে কাজ করলে শ্যামনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 

্রিন্ট

আরও সংবদ