খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

শ্যামনগরে এবি পার্টির নির্বাচনী প্রচারণা শুরু

শ্যামনগর প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী রোড-শো অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। 
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রধান অতিথি ছিলেন, দলের ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সাতক্ষীরা জেলা আহক্ষায়ক মোঃ আলমগীর হুসাইন, যুগ্ম-আহবায়ক আসিফ মোহাম্মাদ উল­াহ, জেলা সদস্য সচিব জিএম সালাউদ্দিন শাকিল, যুগ্ম সদস্য সচিব শেখ আবিদ হোসেন ও সদস্য মোঃ শাহিন আলম। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে এবি পার্টির নীতি, আদর্শ ও জনকল্যাণমূলক পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরেন। তারা জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার আহক্ষান জানান। নির্বাচনী রোড-শো চলাকালে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্যামনগর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে পথসভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

্রিন্ট

আরও সংবদ