খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

রূপসার পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন

রূপসা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫৩১ ভোটারের মধ্যে ৩২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২৬১ ভোট পেয়ে আলামিন লস্কর প্রথম, ২৩১ ভোট পেয়ে উজ্জল কুমার পাল দ্বিতীয়, ১৯৩ ভোট পেয়ে আলী আজম তৃতীয় এবং ১৫৭ ভোট পেয়ে বিপুল মজুমদার চতুর্থ হয়েছেন। 
সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস। এর পূর্বে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন ইউপি সদস্য আইরিন পারভিন, শিক্ষক প্রতিনিধি ইদ্রিস আলী, গোবিন্দ চন্দ্র রায়, আফরোজা নার্গিস আরা। নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,  ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু, কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ