খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

খুলনার বিভিন্ন ইউনিট পরিদর্শনে আনসার ও ভিডিপি মহাপরিচালক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


খুলনায় ১৪ দিনব্যাপী উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ) ধাপে প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।  রূপসার ইলাইপুরে আনসার ও  ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বিএএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)-এর পরিচালক মোল­া আবু সাইদ, ওয়েলফেয়ার আনসার ও ভিডিপি সদর দপ্তরের পরিচালক এনামুল খাঁন বিভিএমএস, উপ-পরিচালক (সমন্বয়) নাজমুস সালেহীন নূর। 
মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জের সকল ইউনিট প্রধানসহ বিভিন্ন পদবির কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং আনসার ফ্লাওয়ারমিল পরিদর্শন করেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, খুলনা মোঃ মিনহাজ আরেফিন।

্রিন্ট

আরও সংবদ