খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই

তেরখাদা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে বিকাশ কর্মকর্তাকে মারপিট ও কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা বিকাশ কর্মকর্তা রাতুল মধুপুর ইউনিয়নে এজেন্টদের কাছ থেকে টাকা কলেকশন করে খুলনার দিকে যাচ্ছিলেন। তিনি তেরখাদা-রূপসা সীমান্তবর্তী মলি­কপুর স্লুইস গেট নামক স্থানে পৌঁছালে কতিপয় অস্ত্রধারী তার গতিরোধ করে। এ সময় তার নিকট থেকে টাকা নেয়ার চেষ্টা চালায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহতে করে তার নিকট থেকে আদায়কৃত টাকা নিয়ে সটকে পড়ে। স্থানীয় লোকজন দৌড়ে এসে বিকাশ কর্মকর্তা রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি চলছে তবে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

্রিন্ট

আরও সংবদ