খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

কেডিএ খানজাহান আলী বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজেদের আত্মসমালোচনার মধ্যদিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সুন্দর জীবন গড়ার আহবান জেলা প্রশাসকের

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:০৯ এ.এম | ৩১ অক্টোবর ২০২৫


জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী। সময়ের সঠিক মূল্যায়ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশগড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তিনি শিক্ষার্থীদের পরচর্চা না করে নিজেদের আত্মসমালোচনার মধ্যদিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সুন্দর জীবন গড়ার আহŸান জানান।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মাদ আনাছ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল লতিফ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভ‚ঁইয়া মোহাম্মাদ নূরুল হুদা, নব কুমার ভট্টাচার্য্য, সন্দীপ কুমার ঢালী, জিএম মোশাররফ হোসেন, কনিকা রানী দাস, অপূর্ব সরকার, হাসান সর্দ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মনা ক্রেস্ট প্রদান করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ