খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারও নেই : প্রেস সচিব

খবর প্রতিবেদন |
০৫:০৫ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


জাতীয় নির্বাচন সময়মতোই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনও শক্তি নেই।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব স্পষ্ট করে আবারও বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনও সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’

শেখ হাসিনার বিচার নিয়ে শফিকুল আলম বলেন, ইন্টেরিম সরকার অনেক কাজ করেছে। শেখ হাসিনার বিচার কাজও করছে, সম্ভবত ১৩ তারিখে শেখ হাসিনার বিচারের রায়ের দিন জানাবে। আর নির্বাচনের কাজ পুরোদমে চলছে।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যে পরিমাণ টাকা সেটা তারা খরচ করছে না। তারা তিন সেকেন্ডের কিছু ভিডিও করে ভিউ ব্যবসা করছে। যাতে তদের অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়। তারা এভাবে ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক বড় বড় কাজ করেছে। প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের মঙ্গল হয় এমন কাজ করছেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে, সনদে স্বাক্ষরও হয়েছে।

নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয় প্রেস সচিব বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা কাজ করছেন। আপনারা দেখেছেন গত সপ্তাহের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রতি মাসে আমাদের একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে।

জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম প্রমির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।  

্রিন্ট

আরও সংবদ