খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫৩ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ শেষ ম্যাচে মাঠে নামছে দুই দল। লাল-সবুজের দলের সামনে এই ম্যাচ ধবলধোলাই এড়ানোর সুযোগ। সে লক্ষ্য নিয়েই খেলবেন লিটন দাসরা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক।

সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে হেরেছিলেন লিটন দাস, বাংলাদেশও ব্যাট করেছে পরে। রান তাড়ায় আগের দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। আজ তানজিদ তামিম-সাইফ হাসানদের সামনে লক্ষ্য বড় সংগ্রহ গড়ার।

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে চার পরিবর্তন নিয়ে। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করেননি তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। এ দুজন আজ নেই একাদশে। তাদের বদলে খেলবেন নুরুল হাসান, মেহেদী হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসানও নেই আজ। খেলবেন শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।

বাংলাদেশ একাদশ :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।

্রিন্ট

আরও সংবদ