খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

গুজরাটে বাংলাদেশি সন্দেহে ১৭ নারী আটক

খবর প্রতিবেদন |
০৬:১৭ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে বাংলাদেশি সন্দেহে ১৭ নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক হওয়া নারীদের মধ্যে রয়েছে এক সাত বছরের কন্যা শিশুও। আটককৃতরা ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার শহরের চান্দলোদিয়া, কবুতরখানা, গোটা হাউজিং, চাণক্য অ্যাপার্টমেন্ট এবং শিবশক্তি সোসাইটিতে অভিযান চালিয়ে এই ১৭ জনকে আটক করে সোলা থানা পুলিশ।

বি ডিভিশনের পুলিশের এসিপি এইচএম কানসাগরা বলেন, ‘মোট ১৭ জন বাংলাদেশি নাগরিক, যারা গত ১০ দিন থেকে ৪ বছরের মধ্যে গুজরাটে প্রবেশ করেছিল তাদের আটক করা হয়েছে। এছাড়াও কিছু বাড়িওয়ালার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কারণ তারা ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য দেননি।’

সোলা পুলিশ জানিয়েছে, আটক নারী বয়স ২১ থেকে ৪৯ বছর, সঙ্গে রয়েছে এক সাত বছরের মেয়ে শিশু। তদন্তের স্বার্থে তাদের সারদরনগরের যৌথ আটক কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থাও তাদের জিজ্ঞাসাবাদ করবে।

সোলা থানার ইন্সপেক্টর কে এন ভূকন বলেন, ‘আমরা শুধুমাত্র নারীদেরই পেয়েছি, কারণ তারা একাই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে কারো কারো পরিবার এখনো বাংলাদেশে রয়েছে, আবার কিছুজনের স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পুলিশের ধারণা- পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে এই নারীদের গুজরাটে আনতে কিছু স্থানীয় এজেন্টের ভূমিকা থাকতে পারে। তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, পাচারের মূল চক্রটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। তদন্ত শেষে এই বাংলাদেশি নারীদের নিজ দেশে ফেরত পাঠানো করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের বিভিন্ন রাজ্যে বিগত কয়েক মাসে কয়েক হাজার জনকে আটক করা হয়েছে। যদিও আটক হওয়া এসব মানুষের বেশিরভাগই ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বলে অভিযোগ উঠেছে।

্রিন্ট

আরও সংবদ