খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২

বেনাপোলে ৬টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |
০৬:২৪ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা শুক্রবার  (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে যশোরের দাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক নামে একজনকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে রুহুল আমিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে আবু বক্কর সিদ্দিককে ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ টআটক করে।

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বেনাপোল নিয়ে যাচ্ছিল।

আটক আসামীর বিরুদ্ধে স্বর্ন পাচারের মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ