খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

আশাশুনিতে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:১৭ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


আশাশুনির দুই বাজারে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাদাকাটি ও গোয়ালডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। 
উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে অশোক কর্মকারের ল²ী জুয়েলার্সের দরজা ভেঙে চোরেরা দোকানের ভিতর থেকে পাঁচ মণ ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। অপরদিকে কাদাকাটি পূর্ব হাটখোলা বাজারের ব্যবসায়ীরা ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে ফিরে দেখে সুকুমার মন্ডলের কীটনাশকের দোকান, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং, কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান, রহমাতুল­াহ সরদারের মুদিখানা দোকান ও সুশীল শীলের সেলুনের দোকানের চালের টিন কেটে দোকান ৫টি থেকে নগদ টাকাসহ ২০/৩০ সহস্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তুহিন উল­াহ তুহিন, স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমার ঘটনাস্থানে দেখতে যান। এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, সরেজমিনে তদন্তপূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ