খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন শুক্রবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি, নড়াইল-১ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। 
তিনি তার বক্তব্যে বলেন সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টাতে একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব। সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের অধিকার সুরক্ষা এবং দেশের সামগ্রিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নড়াইল সা¤প্রদায়িক স¤প্রীতির এক অনন্য সেতুবন্ধন। সংখ্যালঘু নামে আর হিন্দু স¤প্রদায়কে কেউ সম্বোধন করবেন না। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কঠোরভাবে বলেছেন যে, বিএনপি’র কোন নেতা কর্মী হিন্দু স¤প্রদায়কে কখনো সংখ্যালঘু নামে সম্বোধন করবে না। নড়াইলের একটি বৃহৎ জনগোষ্ঠী হিন্দু স¤প্রদায়ের। আমাদের সকল নেতাকর্মীদের আচরণ এমন হতে হবে যাতে আমাদের দ্বারা কোন মানুষ, কোন হিন্দু ভাই বোন কষ্ট না পায়। নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সাংবাদিক অশোক কুন্ডু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব কার্তিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য আসাদুর রহমান মিঠু, সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটু। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিমান রঞ্জন রায়, সুজন রায়সহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ