খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

নড়াইলে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ৩১ অক্টোবর ২০২৫


নড়াইলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাপত্র প্রদান করা হয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় ১৪শ’ রোগীকে চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ জানান, স্বাস্থ্য সেবাকে আরো মানবিক ও সহজলভ্য করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া এই ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ওজন নির্ণয়, ডায়াবেটিস ও রক্তের গ্র“প পরীক্ষা,  প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ ছিল। ক্যাম্পে ডায়াবেটিস, চোখের সমস্যা, গাইনি সেবা, শিশুরোগ, অর্থপেডিক ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। 

্রিন্ট

আরও সংবদ