খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

কালিগঞ্জে ঘরে চেতনানাশক স্প্রে করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও কালিগঞ্জ প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ০১ নভেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে গৃহকর্তার ছেলেকে অচেতন পূর্বক নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল মোড়ল (৭৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগে করেছেন।
অভিযোগে জানা যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। সকালে তার ছেলে মিলন মোড়লকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই সাথে ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। ঘরে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাগজপত্রগুলো ছিল না। এসময় পরিবারের সদস্যরা মিলনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্বৃত্তরা  চেতনানাশক ওষুধ ব্যবহার করে স্টিলের শোকেজ ও খাটের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
খার পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন ও কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ