খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

ব্যাগে চাষ পদ্ধতি প্রশিক্ষণ ও বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ০১ নভেম্বর ২০২৫


কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের Stronger Together: Strengthening the Capacity and Resilience of Migrants in the Shantytowns of Khulna প্রকল্পটি Caritas Udine and Caritas Pordenone, Italy  এর অর্থায়নে গত মঙ্গলবার খুলনা শহরের ৪টি ঘনবসতিপূর্ণ এলাকার মোট ২৫ ব্যক্তিকে (নারী ২৪ এবং পুরুষ ০১)  পারিবারিরক পুষ্টি চাহিদাপূরণ এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যাগে চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কৃষি অফিস খুলনার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগে সবজি চাষের জন্য জিও ব্যাগ, গাছের চারা, বিভিন্ন শাক-সবজির বীজ,  টঝাঝরি, নিরানী, সারসহ নানান উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা। কারিতাসের Stronger Together  প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশনের ইস্পাহানী কলোনী ৩নং ওয়ার্ড, বিহারী কলোনী, ১২নং ওয়ার্ড, প্লাটিনাম ও হার্ডবোর্ড, ১৩নং ওয়ার্ড এবং গাবতলা ও আলমনগর, ১৫নং ওয়ার্ডে চলমান রয়েছে।

্রিন্ট

আরও সংবদ