খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

কপিলমুনিতে মেলা আজ

উচ্চশিক্ষা গ্রহণে অনস্পট এডমিশনে খুলনায় এডুকেশন এক্সপো-২০২৫

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ০১ নভেম্বর ২০২৫


মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো-২০২৫। শুক্রবার  সকালে নগরীর একটি অভিযাত হোটেলে মেলার উদ্বোধন করা হয়। পরে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারনা দেয়া হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। এর মধ্যে মালয়েশিয়াও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। দেশটিতে উচ্চ শিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করা হয়। এ লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার বিশ্বস্ত ও অনুমোদিত ‘ফর ইউ এডুকেশন’ নামের ছাত্র কাউন্সিলিং সংস্থা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুযোগে খুশি সাধারণ শিক্ষার্থীরা।  
আজ শনিবার পাইকগাছার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলনায়তনে  এডুকেশন এক্সপো-২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হবে। ২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় লাইভ রাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপসহ নানা পুরস্কার।
 

্রিন্ট

আরও সংবদ