খুলনা | শনিবার | ০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

তথ্য বিবরণী |
০৩:৫০ পি.এম | ০১ নভেম্বর ২০২৫


পতাকা উত্তোলন, সমাবেশ, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার (০১ নভেম্বর) খুলনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ফিরোজ শাহ বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় এর গুরুত্ব অপরিসীম। সমবায়ের গুরুত্ব সবসময় আছে ও ভবিষ্যতে থাকবে। সমবায় মানে একটি কাজ সকলে মিলে করা। দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলাবোধ, নারীদের উন্নয়ন, গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা করা হয়ে থাকে সমবায়ের মাধ্যমে।

তিনি বলেন, সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় সকলে মিলে দেশের জন্য কাজ করবো। সমবায় আন্দোলনকে আরো বেগবান করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন স্বাগত বক্তৃতায় জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রাথমিক ১৯৬৭টি ও কেন্দ্রীয় ২৬টি। এবছর সরকারি রাজস্ব ও অডিট ফি বাবদ আদায় ২৪ লাখ ৪০ হাজার ৭১০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ১৭ লাখ ৪৯ হাজার ৭৯৯ টাকা। দুইটি আশ্রয়ণ প্রকল্পের বিতরণকৃত ঋণ ৪৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা ও আদায় কৃত ঋণ ৪০ লাখ ৮১ হাজার ৫৯৮ টাকা। আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪২টিতে বিতরণকৃত ঋণ ২১ লাখ ৭৫ হাজার টাকা ও আদায় কৃত ঋণ ১৮ লাখ নয় হাজার ৪১০ টাকা। এছাড়া আশ্রয়ণ ফেইজ-২ এর ২২টিতে বিতরণকৃত ঋণ এক কোটি ৪৪ লাখ ৭৭ হাজার পাঁচশত টাকা এবং আদায় কৃত ঋণ ৯৯ লাখ ২১ হাজার ৯৬০ টাকা। সমবায় অধিদপ্তরের বাস্তবায়িত দুইটি উপজেলায় দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে বিতরণকৃত ঋণ সাত কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা ও আদায়কৃত ঋণ পাঁচ কোটি সাত লাখ ৯৯ হাজার টাকা, দুইটি উপজেলায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নে বিতরণকৃত ঋণ সাত কোটি ৬৬ লাখ টাকা ও আদায় কৃত ঋণ চার কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা। জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার প্রকল্পে বিতরণকৃত ঋণ দুই লাখ ৬০ হাজার টাকা ও আদায়কৃত ঋণ শতভাগ এবং শক্তিশালীকরণ প্রকল্পে বিতরণকৃত ঋণ চার লাখ ৬৫ হাজার টাকা এবং আদায়কৃত ঋণ শতভাগ।

খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্যের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধক মোঃ নূরুন্নবী। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, সমবায়ী বিষ্ণুপদ রায় ও মোঃ মারুফ বিল্লাহ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও দুই সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

্রিন্ট

আরও সংবদ