খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

খবর ডেস্ক |
১১:৪৬ পি.এম | ০১ নভেম্বর ২০২৫


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গতকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে জেলা-উপজেলা প্রশাসন ও সমবায় অফিস যৌথভাবে এ কর্মসূটি পালন করে। এবছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।” আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : ‎জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় একই স্থানে শেষ হয়। পরে জেলা সমবায় কর্মকর্তা এস এস আনিসুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ ইয়ামিন আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ আদনান জুলফিকার, সমবায়ী আবুল কালাম আজাদ বুলু, হাসিবুর রহমান প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব ও সমবায়ের নামে অবৈধ ব্যাংকিং ব্যবসার কুফল নিয়ে আলোচনা করা হয়। 
নড়াইল : দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ নড়াইলের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা সমবায় অফিসার আব্দুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র, সমবায় নারী উদ্যোক্তা সুরাইয়া ইসলাম রিক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । 
ঝিনাইদহ : দিবসটি উপলক্ষে জেলা সমবায় বিভাগের আয়োজনে সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে সাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।
রূপসা :  দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  সকালে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ সি সি এ সভাপতি গোপাল চন্দ্র মন্ডল। রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক বিপ্লব কুমার দাস, শাহানুর রহমান, সমবায়ী অধ্যাপক এম এম ফেরদৌসুর রহমান, প্রভাষক সরদার মহিদুল ইসলাম, আবুল কালাম মহিউদ্দিন, ফারজানা সুমি প্রুূখ। 
দিঘলিয়া : দিবসের দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের দপ্তর প্রধানগণ ও সুধীজনেরা সম্মিলিতভাবে পতাকা উত্তোলন করেন। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি, বিদ্যালয় ও স্থানীয় সংগঠনগুলোর অংশগ্রহণে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে পরম কনণাময়ের কাছে দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর উপজেলা সমবায় কর্মকর্তা  স্বাগত বক্তব্যে সমবায় আন্দোলনের ঐতিহ্য, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং সমাজে সাম্য প্রতিষ্ঠায় সমবায়ের অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পরবর্তীতে কয়েকজন সমবায়ী প্রতিনিধি মাঠ পর্যায়ে তাঁদের কাজের অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা বলেন সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় আন্দোলন একটি ঐতিহ্যবাহী শক্তি হিসেবে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। তাই এই কার্যক্রমকে আন্তরিকভাবে সচল রাখা একান্তই কাম্য। পরিশেষে তিনি দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে  সভার সমাপ্তি ঘোষণা করেন।
পাইকগাছা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীরা সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলি­ক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল­ী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী সমবায় পরিদর্শক আমির হোসেন, দীপন জোয়ার্দার, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আসাদুল ইসলাম, সমবায়ী  দিলীপ কুমার বিশ্বাস, চিত্তরঞ্জন রায়, বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আসাদুজ্জামান। 
উলে­খ্য অত্র উপজেলা সমবায়ের তীর্থ স্থান হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল­চন্দ্র পিসি রায় এ অঞ্চল থেকে উপমহাদেশে প্রথম সমবায় আন্দোলনের সূচনা করেছিলেন। বিগত টানা ৩ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমবায় কর্মকর্তা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমবায়ীরা। একই সাথে সমবায় নীতিমালা বহির্ভূত ঋণ কার্যক্রম বন্ধ এবং জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও মিতালী বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফেরত দেয়ার দাবি জানান সাধারণ গ্রাহকরা। 
মোল­াহাট : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ও মোল­াহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক। উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, প্রেসক্লাব মোল­াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায়ী কৃষক আব্দুল হামিদ, খামারী বুলু রানী বাড়ৈ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল­াহাটের সহ-সভাপতি মোঃ মনিজ্জামান মোল­া, সাংবাদিক কে এম মাহমুদুল হকসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায় সংগঠনের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। 
রামপাল : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। সমবায় কর্মকর্তা এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্ত মোঃ শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, লায়লা সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, সমবায় হচ্ছে গ্রামীণ অর্থনীতির মেরুদন্ড। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করে তুললে দেশের সাম্য, উন্নয়ন ও টেকসই অগ্রগতি সম্ভব।
শ্যামনগর : উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনসহ বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। আলোচনা সভা শেষে সোনাখালী সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে ক্রেষ্টসহ অর্থ পুরস্কার উঠিয়ে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দেদারুল ইসলাম বলেন, শ্যামনগরে ৪৪৬টি সমবায় সমিতি রয়েছে, যা এই জনপদে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য আশির্বাদ। তবে মানুষ যেন প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সমবায়ীদের ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সমবায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের প্রতিশ্র“তি দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সাবেক উপজেলা আহবায়ক সোলায়মান কবীর, জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি ছামিউল আযম মনির, সমবায়ী আব্দুস সাত্তার, মাসুম বিল­াহ, চন্দ্রিকা ব্যানার্জী, নিরঞ্জন কুমার, দবীর উদ্দিন ও মারুফা খাতুন প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : দিবসটি  উপলক্ষে সকালে উপজেলা সমবায় অফিস র‌্যালি  ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উপজেলা সমবায় অফিসার শ. ম রাশিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কৃষি অফিসার মাহবুব আলম রনি, যুব উন্নয়ন অফিসার শরীফ মোঃ মফিজুর রহমান, পাট কর্মকর্তা ফারুক হোসেন, পল­ী জীবিকায়ন অফিসার জবা খাতুন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান মিটন, মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, শিরিষ কাঠ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। 
এবার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতি হিসেবে মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি, সিয়াম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, নলডাঙ্গা মর্জাদ মৎম্যজীবি সমবায় সমিতি এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লি: কে ক্রেস প্রদান করা হয়। 
কয়রা : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদরে র‌্যালি শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এড. আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সমবায়ী মোঃ জুয়েল পারভেজ, সাগরিকা সরকার, মোহসেনা খাতুন, সুমিত্রা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা : দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ যৌথভাবে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। 
জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী খামার বাড়ির ডিএই হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরুপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছি, দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির জেলা সাধারণ সম্পাদক ডাঃ রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল­ুর রহমান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় ৫ জন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়। এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায় সম্পৃক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুলতলা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে সকাল ১০টায় র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। কোহিনুর জাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী সমবায় অফিসার মোঃ জাহিদুর রহমান, পাপিয়া রানী হালদার, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম সরদার, হাদিস খান প্রমুখ। 
ডুমুরিয়া : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনতা সমবায় সমিতি লিঃ-এর পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক মোঃ হেকমত আলী। বিপন্ন কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, সমবায়ী কৃষ্ণপদ জর্দ্দার, অশোক কুমার মন্ডল, দীপংকর মন্ডল, দীপক দাস প্রমুখ।
চিতলমারী : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা মিলনায়তনে সমবায় কর্মকর্তা মোল­া সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী শিপ্রা মজুমদার, ভারতী মন্ডল ও ছন্দা মন্ডল। আলোচনা সভা শেষে সমবায়ী ছন্দা মন্ডল ও কৃষ্ণা মন্ডলকে ঋণের টাকার চেক দেওয়া হয়।
তালা : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র কুমার বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, পল­ী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ কুমার সরকার, উপজেলা কালবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা রাকিবুল ইসলাম। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি মোশফিকুর জামান ইমন এবং মহিলা সমবায়ী মুসলিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহারুল হক শাহীন, মীর মিল্টন, পার্থ প্রতিম, মোঃ ফয়সাল হোসেন, লিটন হুসাইন এবং সমবায় অফিসের সহকারী পরিদর্শক হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন সমবায়ীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আশাশুনি (সাতক্ষীরা) : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল। ইউসিসিএ’র সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আকবর হোসেন ও আইডিয়ালের সুব্রত কুমার বাছাড়। সবশেষে ৯টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়

্রিন্ট

আরও সংবদ