খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

জামায়াতের যুব বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৮ পি.এম | ০১ নভেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ক্রিকেট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ সমাজের জন্য গড়ে উঠবে সুস্থ ও সুন্দর পরিবেশ। আমি চাই, এখান থেকেই বের হয়ে আসুক দেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় নগরীর খালিশপুরস্থ পিপলস জুট মিলস পাঁচতলা কলোনি মাঠে মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরী ব্যাপী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
নগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে সেক্রেটারি হামিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, নগর জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ইকবাল হোসেন, মুশাররফ আনসারী, আব্দুল­াহ আল মামুন ও মুনাওয়ার আনসারী। এছাড়া আব্দুস সালাম, জাহিদুর রহমান নাইম, হামীদুল ইসলাম খান, মাওলানা মহিউদ্দিন, আরিফ বিল­াহ, আব্দুল জলিল হিমেল, কাজী বায়েজিদ, আমিনুর রহমান, আমিনুর রহমান, জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, ইমদাদ হোসেন ও ওয়ালিউল­াহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
৪৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় ১২নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।  ১২ ওভারের খেলায় ১২নং ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯২ রান করে, জবাবে ৭ নং ওয়ার্ড ৭ উইকেট হারিয়ে ৭০ রান করে। ফলাফল ১২ নং ওয়ার্ড ২১ রানে জয় লাভ করে।

্রিন্ট

আরও সংবদ