খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

খুবি’র ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ডিসিপ্লিনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন সুদৃঢ় করা ও কার্যকর সেতুবন্ধন তৈরির মাধ্যমে শিল্পকলায় তাদের সম্মিলিত শক্তিকে সুসংহত করা এবং শৈল্পিক ঐতিহ্য উদ্যাপনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ঐতিহ্যের নতুন পথচলার লক্ষ্যে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে গতকাল শনিবার বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মোঃ তরিকত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, সহকারী অধ্যাপক ও অ্যালামনাই এ্যাসোসিয়েশনের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক শাপলা সিংহ। 
নবগঠিত অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্য মনীষা দীপান্বিতা ও হাফছা বিনতে আজাদ। অনুষ্ঠানে অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যের শপথ গ্রহণ, পরিচিতি পর্ব এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলনে এক হৃদয়ঘন পরিবেশের সৃষ্টি হয়।
 

্রিন্ট

আরও সংবদ