খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

শিরোমণি ৩য় এপিবিএন ও এলাকাবাসীর উদ্যোগে

পরিচ্ছন্ন কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং র‌্যালি

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


খুলনা শিরোমণি ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এলাকাবাসীর আয়োজনে পরিবেশ দূষণমুক্ত এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শনিবার সকাল ১০টায় শুরু হয়। এ অভিযানে অংশগ্রহণ করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি  এম এম সালাহউদ্দিন, সহ-অধিনায়ক পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহŸুবুর রহমান, সহকারী পুলিশ সুপার  কে, এম ফসিহুর রহমান এবং ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্সগণ। 
এছাড়াও উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি মোঃ শাহিদুল ইসলাম, বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বরকত হোসেন, মুন্সি মঈনুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, মোড়ল মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ। 
সকাল ১০টায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে শিরোমণি বাজার এবং তার আশপাশ এলাকা প্রদক্ষিণ করে এপিবিএন গেটে এসে র‌্যালি শেষ হয়। 
র‌্যালি শেষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনের গাড়িসহ একটি টিম, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সকল অফিসার ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেন। 
এ অভিযানের সময় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দিন স্থানীয় জনগনের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে অত্র এলাকার ময়লা আর্বজনা পরিষ্কার করে সুস্থ’, সুন্দর ও পরিচ্ছন্ন বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এলাকাবাসীর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। 
অধিনায়ক এম এম সালাহউদ্দিনের এ ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

 

্রিন্ট

আরও সংবদ