খুলনা | রবিবার | ০২ নভেম্বর ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২

অক্সফোর্ড সেন্ট্রাল স্কুলের উদ্যোগে পিঠা মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০২ নভেম্বর ২০২৫


অক্সফোর্ড সেন্ট্রাল স্কুল খুলনার পক্ষ থেকে গতকাল শনিবার নিরালা ক্যাম্পাসে পিঠা মেলা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল প্রতিষ্ঠাতা ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান শিক্ষক সামসুন নাহার ডেইজির উপস্থানায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
বক্তৃতা করেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম,  সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ২৪নং দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ৩০নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোল্লা মারুফ অর রশিদ, ২২নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর খান হাবিবুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা এড. কুদরত-ই খুদা, যুগ্ম-সম্পাদক শাকিল আহমেদ, ইরিনা আকরাম, নিরালা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম মঈন, বৃহত্তর আমরা খুলনাবাসীর আবু তাহের, নাগরিক ফোরামের ২৪নং সভাপতি হারুন অর রশিদ, সম্পদক বনানী সুলতানা ঝুমু, মেজবাহ তমাল ও আল মামুন বাদল। 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশীয় পিঠা ও হস্তশিল্পের সাথে শিশুদের পরিচয় ঘটনার প্রায়াসের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। দেশীয় সংস্কৃতিকে লালন করার জন্য শিক্ষকদের উৎসাহ দেন। শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অভিভাবক ও অতিথিদের মুগ্ধকর।

 

্রিন্ট

আরও সংবদ